Page de couverture de Dekha Holo Bochor 20 Por | Bengali Poem | Break Up | Aditya Patra | KWA | Sad

Dekha Holo Bochor 20 Por | Bengali Poem | Break Up | Aditya Patra | KWA | Sad

Dekha Holo Bochor 20 Por | Bengali Poem | Break Up | Aditya Patra | KWA | Sad

Écouter gratuitement

Voir les détails du balado

À propos de cet audio

দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ডো ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি ? আমার প্রিয় গন্ধটা আর মাখিস ? আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর ? কেই বা শোনে এখন তোর মিথ্যে নালিশ ? এখনও কি আগের মতো আছে ঠান্ডা লাগার ধাঁচ ? মাথা মুছিস কার বকুনি খেলে ? হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস ? ভাল্লাগে আর ? কাব্য করা ছেলে ? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে ? আমার মতো জোর করে ভেজবার ? নাকি এখন তোর বারনের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজারবার ! তার নিশ্চই বুকে ব্যথা নেই ? নিশ্চই নেই মন খারাপের ব্যাম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো পাগলি নোস কেনো ? আচ্ছা তোর ঐ অভ্যাসটা আছে ? অল্প কথায় আজও ছেড়ে আসিস ? নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস ? সে বুঝি বাচাল নয়ে ? স্বল্পভাষী ? আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছে দুই এইযে এখন চুপিটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জুড়ে আজ স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো তুই চোখ ফেরালেই দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ডো ভীষণ পর তুই এখন আমার একার ঘর ...
Pas encore de commentaire